Tinder ও Bumble এর মতো অনলাইন ডেটিং অ্যাপগুলিকে টেক্কা দিতে নতুন অনলাইন ডেটিং সার্ভিস নিয়ে এল সোশ্যল মিডিয়া জায়েন্ট Facebook। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে কলোম্বিয়ায় এই সার্ভিস শুরু করেছে Facebook।
“এক ঝলকে Facebook ডেটিং সার্ভিস জনপ্রিয় ডেটিং সার্ভিস Hinge কে মনে করাবে।” বলে এক রিপোর্টে জানিয়েছে The Verge।
"Facebook Dating"এর একাধিক আকর্ষনীয় ফিচারের মাধ্যমে সাধারন মানুষ ডেটিং এ আরও স্বাচ্ছন্দ হবেন বলেই মনে করা হচ্ছে।
“বহুদিন ধরেই Facebook ব্যবহার করে ডেটিং করছেন গ্রাহকরা।” বলে জানিয়েছেন Facebookপ্রোদাক্ট ম্যানেজার নাথান শার্প।
“সাধারন মানুষ যেন সহজেই এই অ্যাপ ব্যবহার করতে পারেন সেই দিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে। আমাদের মনে হয়েছে এখন একটি ডেটিং সার্ভিস শুরু করার আদর্শ সময়।” বলেন তিনি।
শুধুমাত্র মোবাইল অ্যাপ থেকে এই ডেটিং সার্ভিস ব্যবহার করা যাবে। আপাতত ডেক্সটপ থেকে Facebook ব্যবহারকারীরা নতুন ডেটিং সার্ভিস ব্যবহার করতে পারবেন না।
আপাতত শুধুমাত্র 18 বছর বা তা বেশি বয়সের Facebook গ্রাহকরা ডেটিং সার্ভিস ব্যবহার করতে পারবেন। এই সার্ভিসে এখন কোন বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশান শুরু করেনি সোশ্যল মিডিয়া জায়েন্ট।
অগাস্ট মাস থেকে এই সার্ভিস শুরু করেছে কোম্পানি। তখন কোম্পানির কর্মীরা ভুয়ো তথ্য দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলে এই সার্ভিস পরীক্ষা শুরু করেন। পরে এই সার্ভিস লঞ্চের আগেই সেই তথ্য ডিলিট করে দেওয়া হয়েছে।
নতুন এই সার্ভিস নিঃসন্দেহে Tinder, OKCupid এর মতো জনপ্রিয় ডেটিং অ্যাপগুলিকে চাপে ফেলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন