বন্ধ হয়েছে বেশিরভাগ রেস্টুরেন্ট, খাবার পৌঁছে দেওয়ার সময় কর্মীদের বাধা দিচ্ছে স্থানীয় প্রশাসন। সব মিলিয়ে Zomato, Swiggy -র নাজেহাল অবস্থা।
দেশ জুড়ে চলছে লকডাউন। এই অবস্থায় জরুরি পরিষেবা চালু থাকলেও খাবার পৌঁছে দিতে অনলাইন ডেলিভারি অ্যাপগুলির কালঘাম ছুটছে। বেশিরভাগ রেস্টুরেন্টে ইতিমধ্যেই ঝাঁপ নেমেছে। পরিষেবা বন্ধ করেছে বেশিরভাগ টেক-এওয়ে কাউন্টার। এছাড়াও খাবার পৌঁছে দেওয়ার সময় কর্মীদের বাধা দিচ্ছে স্থানীয় প্রশাসন। সব মিলিয়ে Zomato, Swiggy -র নাজেহাল অবস্থা।
ইতিমধ্যেই বেশিরভাগ রেস্টুরেন্টের সার্ভিস বন্ধ হয়েছে। হাতে গোনা যে দুই একটা দোকান খোলা রয়েছে সেই খাবার ডেলিভারির সময় রাস্তায় স্থানীয় প্রশাসন ডেলিভারি এক্সিকিউটিভকে আটকে দিচ্ছে।
“খাবারকে অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় রাখা হলেও প্রায় সব শহরেই ডেলিভারি কর্মীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমরা সমাধানের পথ খুঁজছি।” IANS কে জানিয়েছে Zomato-র মুখপাত্র।
লকডাউনের কারণে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল Flipkart
টুইটারে Zomato-র প্রধান দিপেন্দার গোয়েল জানিয়েছেন প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।
Swiggy জানিয়েছে, অনেক বড় রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে হঠাৎ চাহিদা বেড়েছে। কঠিন সময়ে পরিষেবা চালিয়ে যাওয়ার জন্য আমরা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme Neo 8 Launched With Snapdragon 8 Gen 5 Chip, 8,000mAh Battery: Price, Features
Amazon Great Republic Day Sale: Best Deals on Robot Vacuum Cleaners