এই তালিকায় ভারতীয়দের মধ্যে এক নম্বরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও বিরাট কোহলি জায়গা পেয়েছেন।
Photo Credit: Twitter/ Priyanka Chopra
Instagram -এ প্রিয়াঙ্কা চোপড়ার 4.3 কোটি ফলোয়ার রয়েছে
ভারতের প্রায় সব সেলিব্রিটির Instagram প্রোফাইল থাকলেও সকলকে পিছিয়ে শীর্ষস্থান দখল করেছেন বিরাট কোহলি আর প্রিয়াঙ্কা চোপড়া। 2019 সালের Instagram এর ধনীর তালিকায় জায়গা করে নিয়েছেন এই দুই ভারতীয়। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কোম্পানি Hopper HQ এই তালিকা প্রকাশ করেছে। Instagram -এ একটা স্পনসর পোস্টে সব থেকে বেশি টাকা রোজগার করেন মার্কিন টেলিভিশন তারকা কাইল জেনার। ব্রিটিশ কোম্পানিটি জানিয়েছেন একটা Instagram পোস্ট করার জন্য তিনি 1.266 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 8.74 কোটি টাকা) রোজগার করেন। সংগীত শিল্পী আরিয়ানা গ্রান্দে একটি Instagram পোস্টের জন্য রোজগার করেন 996,000 মার্কিন ডলার (প্রায় 6.87 কোটি টাকা)।
এই তালিকায় ভারতীয়দের মধ্যে এক নম্বরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। একটা Instagram পোস্টের জন্য 271,000 মার্কিন ডলার (প্রায় 1.87 কোটি টাকা) রোজগার করেন কোয়ান্টিকোর তারকা। এই মুহুর্তে Instagram এ 4.3 কোটি ফলোয়ার রয়েছে 37 বছরের তারকার। 2019 সালে Instagram এ ধনীর তালিকায় 19 নম্বরে রয়েছেন নিক পত্নী।
এই তালিকায় 23 নম্বরে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। একটা Instagram পোস্টের জন্য 196,000 মার্কিন ডলার (1.35 কোটি টাকা) রোজগার করেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান।
এছাড়াও এই তালিকায় রয়েছেন জুভেন্তাসের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। একটা Instagram পোস্টে 975,000 মার্কিন ডলার (প্রায় 6.73 কোটি টাকা) রোজগার করেন এন পর্তুগিজ তারকা। Instagram রোনাল্ডোর ফলোয়ার সংখ্যা 17.28 কোটি। কিম কার্দেশিয়ান একটা Instagram করতে রোজগার করেন 910,000 মার্কিন ডলার (প্রায় 6.28 কোটি টাকা)।
এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সেলিনা গোমেজ। Hopper HQ প্রকাশিত তালিকায় একটা Instagram করতে 886,000 মার্কিন ডলার রোজগার করেন (6.11 কোটি টাকা) তিনি। গত বছর এই তালিকায় দুই নম্বরে ছিলেন সেলিনা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters