ভারতের বাজারে Huawei খুব শীঘ্রই একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। স্মার্টওয়াচটি Huawei Band 9। এই নতুন স্মার্টব্যান্ডের সাথে স্বাস্থ্য সম্পর্কিত মনিটরিং ফিচার যুক্ত করা হয়েছে, যেটির মাধ্যমে ব্যবহারকারীর হার্ট রেট সহ আরো অন্যান্য বিষয়গুলি জানা যাবে
ভারতে Honor Band 5 এর দাম প্রকাশ করেনি চিনের কোম্পানিটি। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড। গত মাসে দুটি ভেরিয়েন্টে চিনে লঞ্চ হয়েছিল Honor Band 5।
ভারতে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Huawei এর সাব ব্র্যান্ড Honor। এই তিনটি ফোন হল Honor 20, Honor 20 Pro আর Honor 20i। সম্প্রতি সব Huawei ফোনে সাপোর্ট বন্ধ করে দেওয়ার ঘোষনা করেছিল Google।