1,000 টাকার প্রাইস অফার এবং 1,300 টাকার ডিসকাউন্ট কুপন যোগ করে, Realme P3x 5G এর 6GB RAM এবং 8GB RAM ভেরিয়েন্ট দুটি যথাক্রমে 11,699 টাকা এবং 12,699 টাকায় কেনা যাবে। অফার শুধু আজকের জন্য।
একাধিক আলাদা মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Realme 3। সোমবার নতুন দিল্লিতে লঞ্চ ইভেন্টে Realme জানিয়েছে এপ্রিল মাসে ভারতে আসবে Realme 3 Pro।