Oppo K5 ফোনে সবথেকে বড় উন্নতি হয়েছে ক্যামেরা বিভাগে। এই ফোনে থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর দুটি 2 মেগাপিক্সেল সেন্সর।
Realme 3 তে রয়েছে আধুনিক ডিজাইন, আকর্ষনীয় ক্যামেরা আর উজ্জ্বল ডিসপ্লে। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন শক্তিশালী প্রসেসার। তবে USB Type-C পোর্ট ব্যবহার করুলে আরও আকর্ষনীয় হতে পারত এই স্মার্টফোন।
একাধিক আলাদা মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Realme 3। সোমবার নতুন দিল্লিতে লঞ্চ ইভেন্টে Realme জানিয়েছে এপ্রিল মাসে ভারতে আসবে Realme 3 Pro।
মাত্র 16,990 টাকায় Oppo K1 ফোনে থাকছে ডিসপ্লের নিচের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে থাকছে AMOLED ডিসপ্লে। যা এই দামে অন্য কোন ফোনে পাওয়া যায় না। Oppo K1 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 660 চিপসেট। Realme 2 Pro আর Vivo V9 Pro ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছে।
22 নভেম্বর চিনে লঞ্চ হবে Oppo A7। চিনে Oppo A7 এর দাম দবে 1,599 ইউয়ান (প্রায় 16,500 টাকা)। এই রিপোর্টে ছবিতে এক ব্যাক্তির হাতে Oppo A7 ফোনটি দেখা গিয়েছে।