Redmi K90 Pro Max ট্রিপল ক্যামেরার সঙ্গে এসেছে। এতে 50 মেগাপিক্সেলের লাইট ফিউশন প্রাইমারি ক্যামেরা,50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং করা যায়।
Redmi K90 Pro Max তার ব্যাটারির ক্ষমতায় বাজিমাত করবে৷ এতে 7,560mAh ব্যাটারি থাকবে যা 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং অফার করবে। আবার 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট থাকার কারণে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে। অর্থাৎ ফোন থেকে ওয়্যারলেস হেডফোন, স্মার্টওয়াচের মতো ছোট বৈদ্যুতিন ডিভাইস চার্জ করা যাবে।