বিগত সোমবার ভারতের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে Redmi কোম্পানির তিনটি অসাধারণ হ্যান্ডসেট।বেস মডেল সহ একটি প্রো এবং প্রো+ মডেলটি নিয়ে তৈরি এই নতুন Note 14 সিরিজটি। Redmi Note 14 Pro+, Redmi Note 14 Pro এবং Note 14 তিনটি মডেলই কিছু বৈশিষ্ট্য একই ধরনের এবং কিছু অন্য বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে
Redmi Note 8 Pro ফোনের ভিতরে 4,500 mAh ব্যাটারি আর MediaTek Helio G90T চিপসেট থাকবে। অন্যদিকে redmi Note 8 ফোনে থাকবে 4,000 mAh ব্যটারি আর Snapdragon 665 চিপসেট।
Amazon -এ শুরু হয়েছে Mi Days sales। এই সেলে সস্তা হয়েছে একাধিক জনপ্রিয় Xiaomi স্মার্টফোন। ভারতে কোম্পানির Redmi ও Mi সিরিজের ফোনগুলিতে ছাড় মিলছে। 6,500 টাকা পর্যন্ত ছাড় মিলবে Mi A2 ফোনে। আথে থাকছে ব্যাঙ্ক অফার ও নো-কস্ট ইএমআই এর সুবিধা।
Redmi Note 7 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। 6 মার্চ বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। অন্যদিকে Redmi Note 7 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। 13 মার্চ থেকে বিক্রি শুরু হবে Redmi Note 7 Pro।
Redmi 6 Pro তে রয়েছে Snapdragon 625 চিপসেট। Redmi Note 5 ফোনেও একই চিপসেট রয়েছে। ক্যামেরার দিক থেকে Redmi 6 Pro আর Redmi Note 5 Pro ফোনে থাকবে একই ক্যামেরা।
একই বাজেট সেগমেন্টে দুটি স্মার্টফোন লঞ্চ হলেও Redmi Note 6 Pro এর তুলনায় ZenFone Max Pro M2 তে রয়েছে শক্তিশালী প্রসেসার। Redmi Note 6 Pro তে একই Sandragon 636 চিপসেট ব্যবহার হলেও ZenFone Max Pro M2 তে রয়েছে লেটেস্ট Snapdragon 660 চিপসেট।
দুটি ফোনেই রয়েছে Snapdragon 600 সিরিজের চিপসেট। Redmi Note 6 Pro ফোনে তুলনামুলক পুরনো Snapdragon 636 চিপসেট ব্যবহার হয়েছে। তবে Asus ZenFone Max Pro M2 ফোনে থাকছে অপেক্ষাকৃত শক্তিশালী Snapdragon 660 চিপসেট।
Redmi Note 6 Pro তে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, 19:9 ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে। যদিও Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi।
নভেম্বরে ভারতে এসেছিল Redmi Note 6 Pro। ইতিমধ্যেই বেশি কয়েকটি ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে এই স্মার্টফোন। প্রত্যেক সেলেই নিমেশে শেষ হয়েছে ভারতে নতুন মিডরেঞ্জ কিং। তাই ইচ্ছা থাকলেও অনেকেই এই ফোন কিনতে পারেননি। এবার ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পেল Redmi Note 6 Pro।
ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা।
ভারতে Redmi Note 6 Pro আর Asus Zenfone Max Pro M1 এর মতো ফোনগুলির সাথে বাজারে প্রতিযোগিতার সম্মুখীন হবে এই স্মার্টফোন। এক নজরে Realme U1 ফোনে চোখ বুলিয়ে নেওয়া যাক।
ভারতে Realme U1 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। 3GB RAM আর 32GB শটোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। তবে 4GB RAM আর 64GB স্টোরেজে Realme U1 কিনতে খরচ হবে 14,499 টাকা।
ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা।