সম্প্রতি এক ব্যাক্তির পকেটের মধ্যেই নতুন iPhone XS Max ফোনে আগুন ধরে গিয়েছে। 2018 সালের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল এই বছরের তিনটি নতুন iPhone। লঞ্চের পরে এই প্রথম iPhone XS, iPhone XS Max আর iPhone XR এর মধ্যে কোন মডেলে আগুন ধরার ঘটনা সামনে এল।
সম্প্রতি লঞ্চ হওয়া MacBook Air (2018) ল্যাপটপ 1,05,900 টাকায় পাওয়া যাচ্ছে। এই ল্যাপটপের দাম 1,14,900 টাকা। এই প্রথম ভারতে MacBook Air ল্যাপটপের দাম কমলো। iPhone XS, iPhone XS Max, iPhone 8, iPhone 8 Plus সহ সব iPhone মডেলে নো কস্ট EMI এর সুবিধা পাওয়া যাচ্ছে।
লিকুইড রেটিনা ডিসপ্লে সহ 11 ইঞ্চি ও 12.9 ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে নতুন iPad Pro। সম্প্রতি লঞ্চ হওয়া iPhone XR ফোনে একই টেকনোলজির ডিসপ্লে ব্যবহার হয়েছিল। নতুন iPad Pro এর ভিতরে রয়েছে A12X বায়োনিক চিপ।
2018 সালে ভারতে মোট 20 লক্ষ iPhone বিক্রি করেছে Apple। এই সংখ্যা গত বছরের থেকে এক লক্ষ কম। টাকার দাম ক্রমশ পড়তে থাকায় সম্প্রতি আরও বেড়েছে iPhone এর দাম। সেই কারনেই ভারতে তলানিতে পৌঁছেছে Apple স্মার্টফোন বিক্রি।
এই বছর জুন মাসে ডেভেলপার কনফারেন্স WWDC 2018 এ নতুন দুই অপারেটিং সিস্টেমের ঘোষণা করেছিল Apple। iPhone 5s ও তারব পরে সব iPhone এ নতুন iOS 12 আপডেট করা যাবে।
2018 সালের দ্বিতীয়ার্ধে বিশ্বব্যাপী মোট 12.7 কোটি iPhone বিক্রি হবে বলে জানানো হয়েছে। এর সাথেই প্রত্যেক বছর iPhone থেকে লাভভের অঙ্ক 10 শতাংশ করে বাড়তে থাকবে।
তিনটি নতুন iPhone এর সাথেই লঞ্চ হবে একটি নতুন iPad Pro, বড় ডিসপ্লের Apple Watch, রেটিনা ডিসপ্লের MacBook Air, নতুন Mac mini ডেস্কটপ কম্পিউটার আর AirPower ওয়্যারলেস চার্জার।
আগামী 12 সেপ্টেম্বর ভারতীয় সময় রাত 10টা 30 মিনিট থেকে এক লঞ্চ ইভেন্টে একাধিক নতুন iPhone এর সাথে আরও অনেক প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে মার্কিন টেক জায়েন্ট।
Reddit এ এক পোস্টে এক গ্রাহক জানিয়েছেন ইতিমধ্যেই Wallmart এ 6.1 ইঞ্চি LCD ডিসপ্লের iPhone কেস বিক্রি শুরু হয়ে গিয়েছে। iPhone X কেসের পাশেই নতুন iPhone কেস রাখা হয়েছে। তবে এই কেস iPhone X কেসের থেকে সামান্য চওড়া।
নতুন 5.8 ইঞ্চি ও 6.5 ইঞ্চি ডিসপ্লের iPhone XS এর ছবি প্রকাশিত হয়েছে। নতুন সোনালী রঙে এই দুটি ফোন দেখা গিয়েছে। অন্য এক রিপোর্টে Apple Watch Series 4 এর ছবি প্রকাশিত হয়েছে।
2018 সালে তিনটি নতুন iPhone লঞ্চ করবে Apple। এর মধ্যে একটি OLED ডিসপ্লে সহ 5.8 ইঞ্চি ও 6.5 ইঞ্চি দুটি ফোন লঞ্চ হবে। আর একটি 6.1 ইঞ্চি LCD ভেরিয়েন্টের iPhone বাজারে আসবে।
iPhone এর সাথেই নতুন Apple Pencil সামনে আনবে Apple। এর আগেও একাধিক রিপোর্টে 2018 সালে iPhone-এর সাথে Apple Pencil লঞ্চ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। TrendForce রিপোর্টে জানানো হয়েছে 512GB স্টোরেজ ভেরিয়েন্টে OLED ডিসপ্লের iPhone লঞ্চ করা হতে পারে।
শুধুমাত্র 6.1 ইঞ্চি ডিসপ্লের iPhone-এর পিছনেই সিঙ্গেল ক্যামেরা ব্যবহার হয়েছে। অন্য দুটি প্রিমিয়াম ভেরিয়েন্টে iPhone X এর মতোই ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার করেছে Apple।