iQOO Z10 Lite 5G মডেলটি 13,999 টাকা থেকে কমে 8,999 টাকায় পাওয়া যাচ্ছে। OnePlus Nord CE 4 বর্তমানে 18,499 টাকায় মিলছে। আর্লি ডিল পর্বে আরও কম দামে ফোন পেতে পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করা যেতে পারে।
বিভিন্ন পণ্যের দাম তো ব্যাপক হাতে কমবেই, পাশাপাশি ক্রেতারা ক্যাশব্যাক অফার ও এক্সচেঞ্জ বোনাসের সুবিধা নিতে পারবেন। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলাকালীন প্রতি দিন রাত 8টায় বৈদ্যুতিন এবং অন্যান্য পণ্যের উপর নতুন ছাড় ঘোষণা করা হবে।