লঞ্চ হয়ে গেলো রেডমী কোম্পানির একটি নতুন হ্যান্ডসেট-Redmi Turbo 4
চীনের বাজারে আবারও Redmi-কোম্পানী লঞ্চ করলো তাদের নতুন একটি হ্যান্ডসেট Redmi Turbo 4। হ্যান্ডসেটটি কোম্পানির প্রথম স্মার্টফোন যা, MediaTek Dimensity 8400 Ultra চিপসেট দ্বারা চালিত হয়ে উপস্থিত হয়েছে। এছাড়াও Redmi Turbo 4-ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট নিয়ে এসেছে, যেটিতে একটি 50-মেগাপিক্সেলের ক্যামেরা আছে