Oppo Reno 15 এর 6,200mAh ব্যাটারি 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি NFC ও অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম অফার করবে। রেনো সিরিজের ইতিহাসে প্রথমবার 200 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা দেখতে পাবো আমরা।
Oppo Reno 15 ও Reno 15 Pro এর প্রতিটি ক্যামেরা (ফ্রন্ট ও ব্যাক ধরে চার) হাই রেজোলিউশনের হবে বলে জানা গেছে। প্রাইমারি ক্যামেরা 200 মেগাপিক্সেলের হবে। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা একইসাথে লাইভ-স্ট্রিমিং করতে পারবে।
Oppo Reno 15 Pro ফোনটিতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। অন্য দিকে, Reno 15 একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে আসতে পারে।