Oppo Reno 15 সিরিজ ক্যামেরা-কেন্দ্রিক হতে চলেছে। Reno 15 5G, Reno 15 Pro 5G, এবং Reno 15 Pro Mini 5G-তে সম্পূর্ণ নতুন ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি পোট্রেট ফটোগ্রাফি ও ভিডিও শ্যুটে বিশেষ ফোকাস করবে। তিনটি মডেলেই AI Editor 3.0 টুল থাকবে, যার মধ্যে AI পোট্রেট গ্লো এবং মোশন ফটো এডিটিং ফিচার মিলবে।
Oppo Reno 15 Pro Mini-এর 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ মডেলের বক্স প্রাইস প্রকাশ্যে এসেছে। তবে মনে রাবেন, স্মার্টফোনের বক্স প্রাইস সাধারণত আসল দামের চেয়ে কিছুটা বেশি রাখা হয়। ফলে সেই কারণে প্রকৃত বিক্রয়মূল্য কম হতে পারে।
Oppo Reno 15 Series 5G-এর টিজার ভিডিওতে সাদা ও নীল রঙের দুই ফোনকে দেখা গিয়েছে। নীল রঙের মডেলে গ্রেডিয়েন্ট ফিনিশ আছে। এটি নর্দান লাইটসের মতো দেখতে লাগছে। বেস Oppo Reno 15 ভ্যারিয়েন্টে 120x জুম ক্ষমতা-সহ পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে।
Oppo Reno 15 এর 6,200mAh ব্যাটারি 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি NFC ও অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম অফার করবে। রেনো সিরিজের ইতিহাসে প্রথমবার 200 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা দেখতে পাবো আমরা।
Oppo Reno 15 ও Reno 15 Pro এর প্রতিটি ক্যামেরা (ফ্রন্ট ও ব্যাক ধরে চার) হাই রেজোলিউশনের হবে বলে জানা গেছে। প্রাইমারি ক্যামেরা 200 মেগাপিক্সেলের হবে। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা একইসাথে লাইভ-স্ট্রিমিং করতে পারবে।
Oppo Reno 15 Pro ফোনটিতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। অন্য দিকে, Reno 15 একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে আসতে পারে।