Oppo Reno Ace ফোনে থাকছে Snapdragon 855+ চিপসেট, 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে আর 65W ফাস্ট চার্জিং। কোম্পানির দাবি মাত্র 30 মিনিটে Oppo Reno Ace ফোনের 4,000 mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে।
বুধবার নতুন দুটি ফোন লঞ্চ করল Oppo। এই দুটি ফোন হল Oppo Reno আর Oppo Reno 10x Zoom Edition। আপাতত শুধুমাত্র চিনের বাজারে এই দুটি ফোন লঞ্চ হলেও 24 এপ্রিল বিশ্ববাজারে এই ফোন নিয়ে আসবে Oppo।