Realme 3i ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা, টিয়ারড্রপ নচ আর অক্টা-কোর MediaTek Helio P60 প্রসেসর। এছাড়াও গ্রাহকের মন জয় করতে এই ফোনে 4,0230 mAh ব্যাটারি আর 13মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে চিনের কোম্পানিটি।
15 জুলাই দুপুর 12 টা 30 মিনিটে Realme X Spider-Man: Far From Home Special Edition লঞ্চ ইভেন্ট শুরু হবে। চিনে Realme X Spider-Man: Far From Home এডিশনের দাম 1,799 ইউয়ান (প্রায় 18,100 টাকা)। শুধুমাত্র 8GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
15 মে চিনে লঞ্চ হবে Realme X। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS স্কিন। Geekbech ওয়েবসাইটে Snapdragon 710 চিপসেটের সাথে থাকছে 8GB RAM।