Redmi 15 5G এর যে ফিচারটি নিয়ে সবথেকে বেশি শোরগোল পড়েছে, সেটি হল 7,000mAh ব্যাটারি। এটি বৈদ্যুতিক গাড়িতে মতো কার্বন সিলিকন রসায়নে তৈরি, যা 4 বছর পরেও মূল ক্ষমতার 80 শতাংশ ধরে রাখবে বলে দাবি করা হয়েছে।
Redmi 15 5G-এর ব্যাটারি কেনার 4 বছর পরেও মূল ক্ষমতার 80 শতাংশ ধরে রাখবে বলে দাবি করা হয়েছে। এটি 18W রিভার্স চার্জিং সাপোর্ট করার ফলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করতে পারবেন।