Photo Credit: Twitter/ OnePlus
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরেই বাজারে আসতে চলেছে পরবর্তী OnePlus ফোন OnePlus 6T। সম্প্রতি নতুন এক টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানি। এঈ টিজারে OnePlus 6 এর থেকে OnePlus 6T ফোন কত ভালো সেই কথা জানানোর চেষ্টা করা হয়েছে। OnePlus 6T ফোনে ব্যবহার হয়েছে ওয়াটারড্রপ নচ ডসপ্লে। আগে Oppo R17 ফোনে একই ধরনের ডিসপ্লে নচ ব্যবহার হয়েছিল।
নতুন টিজারে OnePlus 6 এ পাশেই দেখা গিয়েছে নতুন OnePlus 6T। OnePlus 6 এ তুলনামূলক বড় নচ ব্যবহার হলেও OnePlus 6T তে রয়েছে ছোট্ট ওয়াটার ড্রপ নচ। তবে বাঁ দিক থেকে দু ফোন দেখতে সম্পূর্ণ এক। ফোনের বাঁ দিকে থাকছে সিম ট্রে আর ভলিউম বাটন।এছাড়াও পাশ থেকে দেখে মনে হয়েছে দুটফোন একই রকম চওড়া।
সম্প্রতি প্রকাশ পাওয়া এই রিপোর্ট থেকে জানা গিয়েছে OnePlus 6T ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। এই টুইটার পোস্টে এই খবর পাকা করেছে OnePlus। নতুন এই প্রযুক্তির নাম রাখা হয়েছে ক্রিন লক। OnePlus 6T ফোনে থাকবে 8GB পর্যন্ত RAM, 256GB পর্যন্ত স্টোরেজ আগের থেকে বড় ব্যাটারি, Snapdragon 845 অথবা Snapdragon 710 চিপসেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন