Jio কোম্পানী ভারতে লঞ্চ করেছে তাদের নতুন একটি হ্যান্ডসেট Jio Phone Prima 2। Jio Phone Prima 4g এর পর এটি কোম্পানীর পক্ষ থেকে দ্বিতীয় উন্মোচন। ফোনটি নতুন সংস্করণের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এটিতে 2000 mAh ব্যাটারী দেওয়া আছে। ফোনটিতে সামনে এবং পিছনে উভয়দিকেই ক্যামেরা যুক্ত করা হয়েছে। গ্রাহকরা এই নতুন ফোনটি অ্যামাজনের মাধ্যমে ক্রয় করতে পারবে
CMF Phone 1 ভারতে লঞ্চ হয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 SoC, 120Hz AMOLED ডিসপ্লে, 50MP ডুয়াল ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সহ আসছে। দাম শুরু Rs. 15,999 থেকে।
এই মুহুর্তে ভারতের বাজারে 15,000 টাকার কম দামে একাধিক দুর্দান্ত স্মার্টফোন রয়েছে। Xiaomi, Realme, Oppo, Vivo-র মতো চিনা কোম্পানি ছাড়াও এই দামে Samsung-এর ফোনও বেশ জনপ্রিয়।
শীঘ্রই ভারতের প্রথম 5G ফোন লঞ্চ করতে চলেছে iQoo। 2019 সালে চিনে iQoo-এর আত্মপ্রকাশ। সম্প্রতি ভারতের বাজারে প্রবেশ করেছে Vivo-র সাব ব্র্যান্ড। শীঘ্রই ভারতে 5G ফোন লঞ্চের টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি।
Here are the best smartphones of 2019, which scored the highest in our exhaustive review process in terms of their performance, cameras, style, battery life, and value for money.
চলতি সপ্তাহে ফিরে আসছে Amazon Fab Phone Fest Sale। 26 নভেম্বর মধ্যরাতে এই সেল শুরু হবে। এই সেলে বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোনে 40 শতাংশ পর্যন্ত ছাড় দেবে Aamzon।
ভারতে লঞ্চ হতে চলেছে Realme 5s। আগামী 20 নভেম্বর এটা লঞ্চ হবে দেশে। Flipkart-এ মিলবে এই স্মার্টফোন। Realme X2 Pro-র পাশাপাশি লঞ্চ হবে এটি। এর আগে এই ফোনের টিজার প্রকাশিত হয়েছিল। তখন থেকেই এর রিয়াল প্যানেলে হিরের নকশা আঁকা ছবি ও চার রিয়ার ক্যামেরা আলোড়ন ফেলেছে। 48-megapixel প্রাইমারি ক্যামেরা রয়েছে এই ফোনে