Oppo Reno 15 এর 6,200mAh ব্যাটারি 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি NFC ও অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম অফার করবে। রেনো সিরিজের ইতিহাসে প্রথমবার 200 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা দেখতে পাবো আমরা।
Oppo Reno 15 Pro ফোনটিতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। অন্য দিকে, Reno 15 একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে আসতে পারে।
Oppo Reno 15 মডেলে MediaTek Dimensity 8450 প্রসেসর থাকতে পারে। এটি 16 জিবি পর্যন্ত র্যাম ও 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। ডিভাইসটির সামনের দিকে 6.32 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হবে, যা 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটিতে মেটাল ফ্রেম থাকবে।