Oppo Reno 15 মডেলে MediaTek Dimensity 8450 প্রসেসর থাকতে পারে। এটি 16 জিবি পর্যন্ত র্যাম ও 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। ডিভাইসটির সামনের দিকে 6.32 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হবে, যা 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটিতে মেটাল ফ্রেম থাকবে।