আগামী সপ্তাহে ভারতে আসছে Xiaomi Redmi Note 6 Pro
টুইটারে Xiaomi গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মানু কুমার জৈন আগামী 22 নভেম্বর ভারতে Redmi Note 6 Pro লঞ্চের খবর জানিয়েছেন। থাইল্যান্ডে Redmi Note 6 Pro এর 4GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,990 ভাট (প্রায় 15,700 টাকা)।