Redmi Turbo 5 সাধারণ কিন্তু স্টাইলিশ ডিজাইনের ক্যামেরা মডিউলের সঙ্গে আসবে। এর মেটাল মিড-ফ্রেম শক্তিশালী ও প্রিমিয়াম লুকস দেবে। সিকিউরিটির জন্য, ডিভাইসটিতে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এছাড়াও, ব্যাটারি Redmi Turbo 4-এর তুলনায় আরও পাওয়ারফুল হতে পারে।