Vodafone Idea কোম্পানি লঞ্চ করলো একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান, যেটির নাম “Nonstop Hero” প্রিপেইড রিচার্জ প্ল্যান। প্ল্যানটি শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য উপলব্ধ হবে। এটির দাম শুরু হচ্ছে মাত্র 398 টাকা থেকে, যেটি অপরিসীম ডেটা, ভয়েস কল এবং প্রতিদিন 100 টি SMS অফার করে। এছাড়াও Vi-এর সবচেয়ে বেশি দামের একটি প্ল্যানও উপলব্ধ আছে
Airtel ও Jio’র পরে 251 টাকা ডেটা প্যাক নিয়ে এল Vodafone Idea। সম্প্রতি দেশের সব সার্কেলের গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে সংস্থাটি। এই প্যাকে বেস প্ল্যানের উপরে 50GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে।
আরও দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে বেল Vodafone। 99 টাকা আর 555 টাকা দামের দুটি নতুন প্রিপেড প্ল্যানের সাথেই থাকছে আনলিমিটেড কল আর হাই স্পিড ডেটা ব্যবহারের সুবিধা।
চলতি সপ্তাহে নতুন প্রিপেড প্ল্যান ঘোষণা করেছে Airtel ও Vodafone Idea। 3 ডিসেম্বর থেকে এই দুই নতুন প্ল্যানগুলি কার্যকর হয়ে গিয়েছে। Airtel ও Vodafone Idea-র নতুন রিচার্জে কী পার্থক্য? দেখে নিন।
পরিষেবার দাম বাড়াল Vodafone Idea। 3 ডিসেম্বর থেকে নতুন দাম ধার্য হবে। চলতি বছর তৃতীয় ত্রৈমাসিকে রেকর্ড 50,922 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছিল কোম্পানি। এর পরেই নভেম্বর মাসে পরিষেবার দাম বাড়ানোর ঘোষণা করেছিল Vodafone Idea।
পরিষেবার দাম বাড়াল Jio। আগের থেকে 40 শতাংশ বেশি দামে ‘অল ইন ওয়ান’ প্ল্যান লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। 6 ডিসেম্বর, শুক্রবার থেকে নতুন দাম ধার্য হবে।