সম্প্রতি ভারতের বাজারে OnePlus-কোম্পানী তাদের দুটি আকর্ষনীয় হ্যান্ডসেট লঞ্চ করেছে,OnePlus 13 এবং OnePlus 13R। হ্যান্ডসেটগুলি এরপূর্বে চীনের বাজারে লঞ্চ হয়েছিল এবার ভারতের বাজারে এলো। OnePlus 13-হ্যান্ডসেটটি Snapdragon 8 Elite চিপসেট দ্বারা সজ্জিত হয়ে এসেছে
OxygenOS 9.5.8 এর হাত ধরে OnePlus 7 Pro ফোনে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে যাবে। এছাড়াও স্ক্রিন অফ থাকার সময় ইনকামিং ভিডিও কল এ পপ-আপ সেলফি ক্যামেরা উঠে যাওয়ার সমস্যার সমাধান হয়েছে।
OnePlus 7 ফোনে OnePlus 6T ফোনের মতোই ডিজাইন থাকবে। এই ফোনের ডিসপ্লের উপরে একটি ছোট নচ থাকবে। ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। অন্যদিকে OnePlus 7 Pro ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা আর ট্রিপল রিয়ার ক্যামেরা।
14 মে বিশ্বব্যাপী লঞ্চ হবে OnePlus এর নতুন ফোনগুলি। OnePlus 7 এর সাথেই এই ইভেন্টে লঞ্চ হবে OnePlus 7 Pro। তবে এই লঞ্চ প্রসঙ্গে এখনও মুখ খোলেনি OnePlus।
2019 সালের মে মাসে প্রথম 5G ফোন আনছে কোম্পানি। তবে OnePlus 7 একটি আলাদা এই ফোন। 5G ফোনের দাম কোম্পানির অন্যান্য ফোনের থেকে 200-300 মার্কিন ডলার বেশি হবে বলেও জানিয়েছিলেন পিট লাউ।
ইন্টারনেটে হয়ত পরবর্তী OnePlus ফোনের ছবি ফাঁস হয়ে গেল। সম্প্রতি ফাঁস হওয়া এই ছবিতে মিটিং রুমে ডিজাইন বোর্ডে এই স্মার্টফোন দেখ গিয়েছে। একই ছবিতে কোম্পানির সিইও পিট লাউ এর হাতে দেখা গিয়েছে এই স্মার্টফোন।