সম্প্রতি ভারতের বাজারে OnePlus-কোম্পানী তাদের দুটি আকর্ষনীয় হ্যান্ডসেট লঞ্চ করেছে,OnePlus 13 এবং OnePlus 13R। হ্যান্ডসেটগুলি এরপূর্বে চীনের বাজারে লঞ্চ হয়েছিল এবার ভারতের বাজারে এলো। OnePlus 13-হ্যান্ডসেটটি Snapdragon 8 Elite চিপসেট দ্বারা সজ্জিত হয়ে এসেছে
OxygenOS 9.5.8 এর হাত ধরে OnePlus 7 Pro ফোনে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে যাবে। এছাড়াও স্ক্রিন অফ থাকার সময় ইনকামিং ভিডিও কল এ পপ-আপ সেলফি ক্যামেরা উঠে যাওয়ার সমস্যার সমাধান হয়েছে।
OnePlus 7 ফোনে OnePlus 6T ফোনের মতোই ডিজাইন থাকবে। এই ফোনের ডিসপ্লের উপরে একটি ছোট নচ থাকবে। ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। অন্যদিকে OnePlus 7 Pro ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা আর ট্রিপল রিয়ার ক্যামেরা।
14 মে বিশ্বব্যাপী লঞ্চ হবে OnePlus এর নতুন ফোনগুলি। OnePlus 7 এর সাথেই এই ইভেন্টে লঞ্চ হবে OnePlus 7 Pro। তবে এই লঞ্চ প্রসঙ্গে এখনও মুখ খোলেনি OnePlus।
2019 সালের মে মাসে প্রথম 5G ফোন আনছে কোম্পানি। তবে OnePlus 7 একটি আলাদা এই ফোন। 5G ফোনের দাম কোম্পানির অন্যান্য ফোনের থেকে 200-300 মার্কিন ডলার বেশি হবে বলেও জানিয়েছিলেন পিট লাউ।