Poco আনতে চলেছে একজোড়া নতুন হ্যান্ডসেট Poco M7 Pro 5G এবং Poco C75 5G
খুব শীঘ্রই Poco-কোম্পানী ভারতের বাজারে তাদের দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যেগুলি হলো Poco M7 Pro 5G এবং Poco C75 5G। Poco-র এই হ্যান্ডসেটগুলি ভারতের বাজারে লঞ্চ করার আগেই এগুলির কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে, যেমন- এগুলির ক্যামেরা বৈশিষ্ট্য, প্রসেসর ইত্যাদি। হ্যান্ডসেটগুলি ভারতের বাজারে আগামী 17 ডিসেম্বর প্রকাশ করা হবে।