জুন মাসে 25,000 টাকার মধ্যে কেনার জন্য সেরা পাঁচ স্মার্টফোন হল OnePlus Nord CE 4, Motorola Edge 60 Fusion, Poco X7, Redmi Note 14 Pro, ও Nothing Phone 3a।
Motorola Edge 60 একটি সলিড মিড-রেঞ্জ মোবাইল হিসাবে ভারতে বিক্রি হতে চলেছে। 50MP সেলফি ক্যামেরা, সর্বোচ্চ স্তরের জলরোধী ব্যবস্থা, ও সংস্থার নিজস্ব AI স্যুট রয়েছে নতুন ফোনটিতে।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়ে গিয়েছে Motorola Edge 60 Pro। হ্যান্ডসেটটি MediaTek Dimensity চিপসেট দ্বারা সজ্জিত হয়ে এসেছে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে
সম্প্রতি জানা গিয়েছে মটোরোলা কোম্পানি একটি নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে, যেটির নাম Motorola Edge 60 Stylus। মনে করা হচ্ছে আলোচিত হ্যান্ডসেটটি দেশের বাজারে আগামী 17ই এপ্রিল উন্মোচিত হবে। ইতিমধ্যেই অনলাইনের মধ্যে এটির বিভিন্ন স্পেসিফিকেশন লক্ষ্য করা গিয়েছে