Realme GT 8 Pro আজ ভারতে লঞ্চ হচ্ছে, 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি সহ অনবদ্য ফিচার্স, দাম কত হবে?
Realme GT 8 Pro স্মার্টফোনের ভারতীয় ভার্সনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, Hyper Vision+ AI চিপ, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি, , 200 মেগাপিক্সেল ক্যামেরা, 144 হার্টজ রিফ্রেশ রেট, 7,000 নিট পিক ব্রাইটনেসযুক্ত 2K রেজোলিউশন ডিসপ্লে, ও Android 17-নির্ভর Realme UI 7.0 থাকার কথা নিশ্চিত করা হয়েছে।