BSNL,কোম্পানী প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো অতিরক্তি ডেটার সুবিধা
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)
কোম্পানী এবার নিয়ে এলো দারুন সুখবর। সরকার কর্তৃক এই টেলিকম সংস্থাটি প্রিপেইড রিচার্জ ব্যবহারকারীদের দিচ্ছে অতিরিক্ত ডেটা পাওয়ার সুযোগ। ব্যবহারকারীরা তাদের উপস্থিত প্ল্যানের সাথেই পেয়ে যাবে প্রতিদিন অতিরিক্ত 3জিবি করে ডেটা।কিন্তু রিচার্জটি শুধুমাত্র BSNL Selfcare অ্যাপটির মাধ্যমেই করতে হবে,তবেই এই পরিষেবাটি উপভোগ করা যাবে