Oppo Reno 14 তাপমাত্রার সংস্পর্শে এসে রঙ পরিবর্তন করতে সক্ষম। তাপমাত্রা অনুযায়ী, এটি সানলাইট অরেঞ্জ অথবা মুনলাইট সিলভার কালার ধারণ করে। উষ্ণতা 60°C এর উপরে গেলে সিলভার এবং -15°C তাপমাত্রায়, ফোনের পিছনের অংশ কমলা রঙে বদলে যায়।
Oppo Reno 14 5G সিরিজে প্রিমিয়াম ফোনের জগতে আলোড়ন ফেলতে পারে৷ এতে ভয়েস এনহ্যান্সার, এআই এডিটর 2.0, এআই রিকম্পোজ, এআই পারফেক্ট শট, এআই স্টাইল ট্রান্সফার এবং এআই লাইভফটো 2.0-এর মতো বেশ কিছু AI-সমর্থিত ফিচার্স রয়েছে বলে জানা গিয়েছে।
চীনা ভেরিয়েন্টের মতো, Oppo Reno 14 Pro 5G-এর ভারতীয় এডিশনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর বেস Reno 14 5G ট্রিপল ক্যামেরার সাথে আসবে। উভয় ফোনেই 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও একাধিক AI ফিচার্স থাকবে।
26 ডিসেম্বর লঞ্চ হবে Oppo Reno 3 আর Oppo Reno 3 Pro। ধীরে ধীরে এই দুই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই জানা গিয়েছে Oppo Reno 3 Pro ফোনে থাকবে Snapdragon 765G চিপসেট। এবার Oppo জানিয়েছে Oppo Reno 3 ফোনে থাকছে MediaTek Dimensity 1000L 5G চিপসেট।
Oppo Reno 3 Pro ফোনে একটি 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে। ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। শোনা যাচ্ছে নতুন স্মার্টফোনে 12GB পর্যন্ত RAM থাকতে পারে।
সস্তা হয়েছে Oppo Reno 2Z আর Reno 2F। 2,000 টাকা সস্তা হয়েছে এই দুই স্মার্টফোন। ইতিমধ্যেই নতুন দামে Amazon.in থেকে বিক্রি শুরু হয়েছে Oppo Reno 2Z আর Reno 2F।