Oppo Reno 15 এর 6,200mAh ব্যাটারি 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি NFC ও অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম অফার করবে। রেনো সিরিজের ইতিহাসে প্রথমবার 200 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা দেখতে পাবো আমরা।
Oppo Reno 15 Pro ফোনটিতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। অন্য দিকে, Reno 15 একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে আসতে পারে।
Oppo Reno 15 মডেলে MediaTek Dimensity 8450 প্রসেসর থাকতে পারে। এটি 16 জিবি পর্যন্ত র্যাম ও 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। ডিভাইসটির সামনের দিকে 6.32 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হবে, যা 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটিতে মেটাল ফ্রেম থাকবে।
Oppo Reno 15 Pro Max ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসতে পারে। ফোনটির প্রাইমারি ক্যামেরায় একটি 200 মেগাপিক্সেল Samsung ISOCELL HP5 সেন্সর ব্যবহার হবে। সঙ্গে 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা ও 50 মেগাপিক্সেল টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা থাকবে।
Oppo Reno 15 Pro Max-এর সবথেকে শক্তিশালী সেলিং পয়েন্ট হবে ক্যামেরা সেটআপ। ডিভাইসটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে একটি 200 মেগাপিক্সেল সেন্সর মিলবে। সঙ্গে 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে।
Oppo Reno 14 তাপমাত্রার সংস্পর্শে এসে রঙ পরিবর্তন করতে সক্ষম। তাপমাত্রা অনুযায়ী, এটি সানলাইট অরেঞ্জ অথবা মুনলাইট সিলভার কালার ধারণ করে। উষ্ণতা 60°C এর উপরে গেলে সিলভার এবং -15°C তাপমাত্রায়, ফোনের পিছনের অংশ কমলা রঙে বদলে যায়।
Oppo Reno 14 5G সিরিজে প্রিমিয়াম ফোনের জগতে আলোড়ন ফেলতে পারে৷ এতে ভয়েস এনহ্যান্সার, এআই এডিটর 2.0, এআই রিকম্পোজ, এআই পারফেক্ট শট, এআই স্টাইল ট্রান্সফার এবং এআই লাইভফটো 2.0-এর মতো বেশ কিছু AI-সমর্থিত ফিচার্স রয়েছে বলে জানা গিয়েছে।
চীনা ভেরিয়েন্টের মতো, Oppo Reno 14 Pro 5G-এর ভারতীয় এডিশনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর বেস Reno 14 5G ট্রিপল ক্যামেরার সাথে আসবে। উভয় ফোনেই 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও একাধিক AI ফিচার্স থাকবে।